কমলগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৯, ২০২০
০১:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৯, ২০২০
০১:৩৩ পূর্বাহ্ন
দিঘিতে মরে ভেসে ওঠা মাছ সংগ্রহ করছেন স্থানীয়রা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে বাদে সোনাপুর গ্রামে সোনারায় দিঘির সব মাছ মরে ভেসে উঠেছে। সোনারায় দিঘিতে প্রায় এক লাখের মতো বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়েছিল। ১৪ জন অংশীদার উদ্যোগ নিয়ে দিঘিটিতে মাছ চাষ করেছিলেন।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে। দুর্বৃত্তরা বিষ ঢেলে দেওয়ার কারণে দিঘীতে সব মাছ মরে যায় বলে জানা গেছে। এতে প্রায় সাড়ে ৬ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে।
আজ বুধবার (৮ জুলাই) সকালে ভেসে ওঠা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন এলাকার লোকজন। এ সময় মাছের মালিকরা খবর পেয়ে সেখানে যান এবং দেখতে পান সব মাছ মরে ভেসে উঠেছে।
ভুক্তভোগী মালিক মোহাম্মদ রফিকুল হক খোকন, জুয়েল আহমেদ, অলিউর রহমান ও মুক্তার আলী বলেন, আমরা ১৪ জন মিলে সোনারায় দিঘিতে গত তিন বছর ধরে মাছ চাষ করে আসছি। কে বা কারা মঙ্গলবার রাতের বেলা দিঘিতে বিষ ঢেলে দিলে মাছ মরে গিয়ে আমাদের প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বুধবার দুপুরে রফিকুল হক খোকন বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগ বিষয়ে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান বলেন, 'দুর্বৃত্তরা রাতের বেলা বিষ ঢেলে দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ করা হয়েছে। তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসডি/আরআর-০৮