প্রণোদনা পেলেন শ্রীমঙ্গলের নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুলাই ০৯, ২০২০
১০:২৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৯, ২০২০
১০:২৮ অপরাহ্ন



প্রণোদনা পেলেন শ্রীমঙ্গলের নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) শ্রীমঙ্গল উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৯৬ জন নন-এমপিও শিক্ষকদের প্রত্যেককে ৫ হাজার টাকা ও ৩৮ জন কর্মচারীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। এ সময় মোট ১৩৪ জন শিক্ষক-কর্মচারীর মাঝে মোট ৫ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

দেশের এই সংকটময় সময়ে আর্থিক প্রণোদনা পেয়ে শিক্ষক-কর্মচারীগণ প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। 

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান রনধীর কুমার দেব। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জিকে/আরআর-০১