বড়লেখা প্রতিনিধি
জুলাই ১০, ২০২০
০২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১০, ২০২০
০২:৪৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় করোনা আক্রান্ত এক ব্যক্তি (৪২) বাসা থেকে পালিয়েছেন। তিনি বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার একটি বাসায় ভাড়াটে হিসেবে থাকতেন।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তার বাসা লকডাউন করতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তিনি বড়লেখায় ইউনানী, আয়ুর্বেদিক এবং হারবাল ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজে (ওয়াকফ) হাকিম হিসেবে কাজ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ থাকায় কয়েকজন ব্যক্তি সম্প্রতি হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল বুধবার (৮ জুলাই) রাতে ওই ব্যক্তিসহ ৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। রাতেই উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ফোনে তাকে বিষয়টি জানানো হয়। আজ বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তির বাসা লকডাউনের জন্য হাসপাতালের লোকজন পৌরসভার হাটবন্দ এলাকায় যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন আক্রান্ত ব্যক্তি সকালে ঢাকায় চলে গেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে বলেন, 'কয়েকদিন আগে ওই ব্যক্তি নমুনা দিয়েছিলেন। গতকাল রাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে। রাতেই তাকে বিষয়টি জানানো হয়েছে। সকালে তার বাসা লকডাউন করতে গিয়ে জানা গেছে তিনি ঢাকায় চলে গেছেন। আমরা হামদর্দের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন আক্রান্ত ব্যক্তিকে ঢাকায় তাদের প্রতিষ্ঠানের আইসোলেশনে রাখা হয়েছে।'
এজে/আরআর-১১