নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২০
০১:২১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২০
০৩:০৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারে আজ শুক্রবার (১০ জুলাই) নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সিলেট মিররকে বলেন, 'মৌলভীবাজারে আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়েছে।'
নতুন শনাক্তদের মধ্যে মৌলভীবাজার সদরের ৩২ জন, শ্রীমঙ্গল উপজেলার ৭ জন, কমলগঞ্জের ৫ জন, রাজনগরের ৩ জন, কুলাউড়ার ২ জন এবং জুড়ী উপজেলার ২ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫৯ জনে। ইতোমধ্যে ৩২৩ জন সুস্থ হয়েছেন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন।
এনএইচ/এনপি-০১