করোনায় নৌবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু, শ্রীমঙ্গলে দাফন

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুলাই ১৩, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন



করোনায় নৌবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু, শ্রীমঙ্গলে দাফন

করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ সাহাব উদ্দিন (৬৫)। তিনি শ্রীমঙ্গল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত চিফ টিটি অফিসার। 

শনিবার (১১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে তিনি মারা যান বলে জানা গেছে।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ জুলাই করোনার উপসর্গ নিয়ে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যায় তার করোনা পরীক্ষা করা হলে রাতে রিপোর্ট পজিটিভ আসে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

আজ রবিবার (১২ জুলাই) দুপুরে তাঁর মরদেহ শ্রীমঙ্গল নিয়ে আসা হয়। বেলা ৩টার দিকে ইকরামুল মুসলিমীন নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের তত্ত্বাবধানে তাঁর মরদেহ দাফন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সিএমএইচ থেকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ গোসল ও কাফন পড়িয়ে কফিনে ভরে শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে করোনায় মৃত্যুবরণকারীদের সৎকারে নিয়োজিত ইকরামুল মুসলিমীন সংগঠনের মাধ্যমে মরদেহ দাফন করা হয়েছে।

 

জিকে/আরআর-০৯