কমলগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৪, ২০২০
১১:১৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৪, ২০২০
১১:১৪ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৫ লিটার দেশি চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে কমলগঞ্জ থানার পুলিশ। আটক ব্যক্তির নাম রাজ কুমার নুনিয়া (৪২)। তিনি আলীনগর চা-বাগানের গুলিমাড়া এলাকার মৃত দ্বীপনারায়ণ নুনিয়ার ছেলে।
গতকাল সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আফসার হামিদ ও আয়েছ মাহমুদসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।
কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আফসার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আলীনগর ঈদগাহ মাঠ এলাকায় রাজকুমার নুনিয়ার ব্যাগ তল্লাশিকালে বিভিন্ন ব্যাগে বহন করা ২৫ লিটার ঘরে তৈরি দেশি চোলাই মদ পাওয়ায় তাকে আটক করা হয়।
তিনি জানান, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজকুমারকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসডি/আরআর-০৩