সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৪, ২০২০
১২:৫৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৪, ২০২০
১২:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশনের সিলেট বিভাগসহ তিন জেলার সমন্বয়কারির নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার (১৪ জুলাই) রাতে গ্রাম থিয়েটারের সিলেট বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে নাম ঘোষণা করেন থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ।
ভার্চ্যুয়াল সভায় সম্মিলতি নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তকে সিলেট বিভগীয় সমন্বয়কারি হিসেবে মনোনিত করা হয়। এছাড়া এছাড়া সমন্বয়কারী হিসেবে এমএজি ওসমানী অঞ্চল (সিলেট জেলা) সৈয়দ সাইমূম আনজুম ইভান, হাছনরাজা অঞ্চল (সুনামগঞ্জ জেলা) সামির পল্লব ও হেমাঙ্গ বিশ্বাস অঞ্চল (হবিগঞ্জ জেলা) সুনীল বিশ্বাসকে মনোনীত করা হয়।
সিলেট বিভাগসহ তিন জেলার নতুন সমন্বয়কারী মনোনীতদের অভিনন্দন জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী।
আরসি-০৭