শ্রীমঙ্গল প্রতিনিধি
জুলাই ১৫, ২০২০
০৬:১০ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৫, ২০২০
০৬:১০ অপরাহ্ন
শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে পৌনে দুই লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জুলাই) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি স্পট থেকে এসব বালু জব্দ করে। প্রাশাসন থেকে বলা হয়েছে উপজেলার ভুনবীর ও সাতগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব বালু জব্দকালে কেউ মালিকানা দাবী করেনি। এসময় ১৬ টি স্পট থেকে ১ লাখ ৮৪ হাজার ৯শ' ১ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে প্রকাশ্য নিলামে বিক্রয় করা হবে বলে জানা গেছে ।
অভিযান কালে বালু তোলার কাজে ব্যাবহৃত শ্যালো মেশিন, বেশ কিছু পাইপ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
কেজিকে/বিএ-১০