পছন্দের পাত্রী না পেয়ে অটোরিকশাচালকের আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৬, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন



পছন্দের পাত্রী না পেয়ে অটোরিকশাচালকের আত্মহত্যা

পরিবারের সদস্যরা পছন্দের পাত্রীর সঙ্গে বিয়েতে অসম্মতি জানালে অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জে।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার বড়গাছ এলাকার মজম্মিল আলির ছেলে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুল কাইয়ুম (২২) পরিবারের উপর অভিমান করে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় তার বাড়িতে কীটনাশক পান করেন। পরবর্তী সময়ে বাড়ির লোকজন ঘটনাটি জানতে পেরে কাইয়ুমকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, আব্দুল কাইয়ুমের সঙ্গে তার বাড়ির পাশের এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিন তাদের সম্পর্ক অটুট থাকায় ওই কিশোরীকে নিজের জীবনসঙ্গী করতে চান কাইয়ুম। কিন্তু এতে বাধ সাধেন তার পরিবারের সদস্যরা। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়। আর এজন্য অভিমান করে কাইয়ুম মঙ্গলবার রাতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, যেহেতু তার মৃত্যু মৌলভীবাজার সদর হাসপাতালে হয়েছে, সে হিসেবে সদর মডেল থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

এসডি/আরআর-১০