মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি


জুলাই ১৭, ২০২০
১২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২০
১২:৪৯ পূর্বাহ্ন



মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান অজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সম্পাদক মিছবাউর রহমান ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিক। পরে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

এসএইচ/আরআর-০৬