শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দ

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুলাই ১৭, ২০২০
১১:৪৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২০
১১:৪৮ অপরাহ্ন



শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শহরের সোনার বাংলা মার্কেট এলাকার একটি মসলার মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল মিশ্রিত মসলা জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই শ্রীমঙ্গলের তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় অভিযান পরিচালনা করে শহরের সোনার বাংলা রোডস্থ রকিব মিয়ার মসলার মিল থেকে ধানের ভুষি মিশ্রিত ১৫ বস্তা শুকনো মরিচের গুড়া, ১১ বস্তা হলুদের গুড়া ও ৫ বস্তা ধানের ভুষি জব্দ করা হয়। সেই সঙ্গে মিল মালিক রকিব মিয়াকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের জেল ও নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে অসাধু কিছু মসলা ব্যবসায়ী সক্রিয় হয়ে উঠেছে। যেহেতু ঈদে মসলার চাহিদা বেশি থাকে, তাই তারা নানাভাবে ভেজাল মসলা বাজারজাত করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই বিষয়গুলো তদারকি করছেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযান পরিচালনা করে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

জিকে/আরআর-০৪