মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৪০৯ জন

মৌলভীবাজার প্রতিনিধি


জুলাই ১৮, ২০২০
০২:৩৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২০
০২:৩৩ অপরাহ্ন



মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৪০৯ জন

মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে আটশ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও ইতোমধ্যে সুস্থ হয়ে উঠছেন জেলার ৪০৯ জন করোনা রোগী। 

যার মধ্যে সদরে ৯ জন, রাজনগরে ৩৩ জন, কুলাউড়ায় ৯৪ জন, বড়লেখায় ৪৩ জন, কমলগঞ্জে ৫১ জন, শ্রীমঙ্গলে ৫৪ জন, জুড়ীতে ৫০ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৭৫ জন করোনাকে জয় করলেন।

শুক্রবার (১৭ জুলাই) এ তথ্যটি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮১৭ জন। যাদের মধ্যে মারা গেছেন ৮ জন। মোট আক্রান্তের মধ্যে সদরে ৩৩ জন, রাজনগরে ৫৭ জন, কুলাউড়ায় ১২৫ জন, বড়লেখায় ৬১ জন, কমলগঞ্জে ৮৮  জন, শ্রীমঙ্গলে ৮৩ জন, জুড়ীতে ৭২ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ২৯৮ জন রয়েছেন।

মৌলভীবাজার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন করোনা আক্রান্ত রোগী। মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩ হাজার ১০৩ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার জন।

এসএইচ/বিএ-১০