কমলগঞ্জ প্রতিনিধি
জুলাই ২০, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২০, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাস তাজ পরিবহনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আজ রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া পাহাড়ি বাঁক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় আহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক মো. শরীফ উদ্দীন (৩০) ও হেলপার জাহিদ (১৭)। তাদের বাড়ি শেরপুর জেলার নখলা উপজেলায়।
দুর্ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই রিপন সরকার ও এএসআই আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটিকে জব্দ করে থানায় নিয়ে গেছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তকাভার্ড ভ্যানটিকে প্রাথমিকভাবে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে, যা পরবর্তীতে একটি র্যাকারের মাধ্যমে উদ্ধার করা হবে। দুর্ঘটনায় আহত কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসডি/আরআর-১০