রাজনগর প্রতিনিধি
জুলাই ২০, ২০২০
০৩:৫২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২০, ২০২০
০৩:৫৬ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ওয়াহিদ আলী (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার বেলা ২টায় উপজেলার টেংরাবাজারের সর্দারশাহ মোকামের সম্মুখে বাজারের প্রবেশপথে এ ঘটনা ঘটেছে। আহত ওয়াহিদ আলী উপজেলার পাঁচগাও ইউনিয়নের আমিরপুর গ্রামের আক্তার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে দুই যুবক এসে ওয়াহিদ আলীকে ছুরিকাঘাত করে। এ সময় ওই যুবকের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। পরে অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা পালানোর সময় তাদেরকে লোকজন আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কেন ছেড়ে দেওয়া হলো সেটা কেউ বলতে পারছেন না।
টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খাঁন বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। তবে এখনই পুরো ব্যাপার স্পষ্ট করে বলতে পারছি না।
যুবকের উপর হামলার ঘটনার ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, আমরা বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি। আর হামলার কারণও স্পষ্ট নয়।
এফএইচ/আরআর-১১