শ্রীমঙ্গলে প্রাণ বাঁচাতে বিজিবি ক্যাম্পে হরিণ শাবক

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুলাই ২০, ২০২০
০৯:২০ অপরাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২০
০৯:২০ অপরাহ্ন



শ্রীমঙ্গলে প্রাণ বাঁচাতে বিজিবি ক্যাম্পে হরিণ শাবক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন ছেড়ে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণের শাবক মানুষের তাড়া খেয়ে বিজিবি সদর দপ্তরের বেষ্টনি ডিঙ্গিয়ে ভেতরে ঢুকে পড়ে। আজ সোমবার (২০ জুলাই) সকালে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে অবস্থিত ৪৬ বিজিবি সেক্টর সদর দপ্তরের সামনে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, মায়া হরিণের শাবকটি হঠাৎ করে স্থানীয় ভুরভুরিয়া চা-বাগানের মধ্য থেকে বেরিয়ে সড়কে উঠে আসে। এ সময় কিছু লোক হরিণ শাবকটিকে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে শাবকটি প্রাণ বাঁচাতে বিজিবি দপ্তরের তারকাটা ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করে। এতে শাবকটি সামান্য আহত হয়।

এ ঘটনা প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে বিজিবির জোয়ানরা শাবকটিকে উদ্ধার করেন। পরে স্থানীয় বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্থলে গিয়ে হরিণ শাবকটিকে সেবা আশ্রমে নিয়ে যান।

সজল দেব জানান, শাবকটি সামান্য আহত হয়েছে। তাদের তত্ত্বাবধানে এটিকে চিকিৎসা দিয়ে পরে বনে ছেড়ে দেওয়া হবে।

 

জিকে/আরআর-০৬