কমলগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৪, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৪, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন
'মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ পালিত হচ্ছে। ২১-২৭ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষার আয়োজন করেছে উপজেলা মৎস্য দপ্তর।
মৎস্য সপ্তাহ পালনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ২টায় কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামে মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হয়। মৎস্য খামারি ও সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়ের গোপালনগর গ্রামের মৎস্য খামারের ৪টি ফিশারির মাটি ও পানি পরীক্ষা এবং এলাকার মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান করে উপজেলা মৎস্য দপ্তর।
এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা এ কে এম মহসিন, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও মৎস্য খামারি সুব্রত দেবরায় সঞ্জয়, ক্ষেত্র সহকারী আজমল হোসেন, আয়ুব আলী, মৎস্যচাষি লিটন বাবুসহ এলাকার মৎস্যচাষিরা।
এসডি/আরআর-১২