বড়লেখায় মোটরচালিত ভ্যান বিতরণ

বড়লেখা প্রতিনিধি


জুলাই ২৫, ২০২০
১০:৫৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২০
১০:৫৬ অপরাহ্ন



বড়লেখায় মোটরচালিত ভ্যান বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে আজ শনিবার (২৫ জুলাই) ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট মৎস্য অধিদপ্তরের আওতায় (এআইএফ-২) উপ-প্রকল্পের উপকরণ হিসেবে দু'টি মৎস্য সিআইজি সমিতির মাঝে ৭টি মোটরচালিত ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে ভ্যানগাড়িগুলো বিতরণ করেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান। মাছ পরিবহনের মাধ্যমে সিআইজি সদস্যদের উপার্জনের জন্য ভ্যানগাড়িগুলো বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল আলমের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রনি দাশের পরিচালনায় ভ্যানগাড়ি বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, বড়লেখা উপজেলার চেয়ারম্যান সোয়েব আহমদ, জুড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আলতাফ হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মৎস্য কার্যালয়ের তথ্য সংগ্রহকারী সামছুল হাসান, ক্ষেত্র সহকারী আলমগীর হোসেন, অফিস সহকারী মো. এস্তাগফার, দক্ষিণভাগ সিআইজি'র সভাপতি রেণু মিয়া প্রমুখ।

ভ্যানগাড়ি দেওয়ায় সিআইজি সদস্যরা প্রকল্প পরিচালক এস এম মনিরুজ্জামানকে ধন্যবাদ জানান।

 

এজে/আরআর-১৪