বড়লেখা প্রতিনিধি
জুলাই ২৬, ২০২০
০৯:৫১ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২০
১১:৫৩ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ বাবলু মিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাতকরাকান্দি বাজার থেকে তাকে আটক করা হয়। বাবলু মিয়া উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ বাবলুকে আটক করা হয়েছে। রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ রবিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
আরসি-০২