চাল বিতরণে অনিয়ম সহ্য করা হবে না : পরিবেশমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি


জুলাই ২৭, ২০২০
০৯:৩৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২০
০৯:৩৩ অপরাহ্ন



চাল বিতরণে অনিয়ম সহ্য করা হবে না : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রত্যেক ঈদের পূর্বে অসহায় মানুষের সাহায্যে ভিজিএফ'র চাল বিতরণ করে থাকে। এ চাল তালিকা অনুযায়ী সঠিকভাবে মেপে দিতে হবে। ভিজিএফ'র চাল বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ঈদুল আজহা উপলক্ষে ১১ হাজার ৪শ জন উপকারভোগীর মধ্যে ১০ কেজি করে ভিজিএফ'র চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন প্রমুখ।

 

এজে/আরআর-১০