মৌলভীবাজারে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৮৬

মৌলভীবাজার প্রতিনিধি


জুলাই ৩০, ২০২০
০৬:৪৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২০
০৬:৪৫ অপরাহ্ন



মৌলভীবাজারে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৮৬

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন জেলার ১৯ জন করোনা রোগী। জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৯৮৬ জন।

গতকাল বুধবার (২৯ জুলাই) নতুন শনাক্তদের মধ্যে সদরে ৭ জন, রাজনগরে ৪ জন, বড়লেখায় ৪ জন, শ্রীমঙ্গলে ১ জন, জুড়ীতে ৪ জন এবং সদর হাসপাতালে ৩ জন রয়েছেন। সুস্থ হয়ে ওঠা ১৯ জনের মধ্যে সদরে ৬ জন, কমলগঞ্জে ১১ জন এবং শ্রীমঙ্গলে ২ জন রয়েছেন। জেলায় বুধবার মারা যাওয়া একজন কুলাউড়ার বাসিন্দা।

মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত মোট শনাক্ত ৯৮৬ জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৫০ জন। অন্যদিকে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১৩ জন।  

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

এসএইচ/আরআর-০২