বড়লেখায় হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়লেখা প্রতিনধি


জুলাই ৩০, ২০২০
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২০
০৮:২৬ অপরাহ্ন



বড়লেখায় হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এফ.আর মহিউস সুন্নাহ একাডেমিতে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে একাডেমির হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা মুফতি রুহুল আমিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরাসার মুহতামিম সাদিক আহমদ, শিক্ষা সচিব মাওলানা নাজমুল হাসান, শিক্ষক হাফেজ দেলওয়ার হোসাইন, হাসান আহমদ, ফয়জুল করীম, জহিরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শিক্ষার্থী হাফেজ রশিদ আহমদ, এবাদুর রহমান, নাদিমুর রহমান, ছাব্বির আহমদ, মাহমুদুল হাসান, রিয়াদ হোসেন, কাউসার আহমদ প্রমুখ।

এদিকে প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে এফ.আর মহিউস সুন্নাহ একাডেমির উদ্যোগে এবং মাদরাসার প্রতিষ্ঠাতা ফায়েজ মো. রহমানের আর্থিক সহায়তায় ১০০টি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

এজে/আরআর-০৫