বড়লেখায় সাপের ছোঁবলে যুবকের মৃত্যু

বড়লেখা প্রতিনিধি


আগস্ট ০১, ২০২০
১২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন



বড়লেখায় সাপের ছোঁবলে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের ছোঁবলে মো. সাইফুর রহমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় সাপ তাকে ছোঁবল মেরেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত সাইফুর রহমান বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি সিলেট পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুর রহমান পরিবারের সাথে সিলেটে থাকেন। ঈদ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার তিনি বাড়িতে যান । রাতে তিনি একা ঘরের মেঝেতে শুছি ছিলেন। আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেল তিনটা পর্যন্ত তাঁর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। কোমরের পাশে সাপে কাটার দাগ রয়েছে।

বর্ণি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন আজ রাতে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সাপের কামড়ে সাইফুরের মৃত্যু হয়েছে।’

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন,‘ প্রাথমিকভাবে সাপে কেটেছে বলে মনে হচ্ছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

এজে/এনপি-১১