ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ০১, ২০২০
০৩:০৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০১, ২০২০
০৩:০৪ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরের ইউএনও, সাংবাদিকসহ আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার রাতে সিলেট ওসমানী হাসপাতাল ও শাবির পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এই ৫ জনের করোনা পজেটিভ আসে।’
আক্রান্তরা হলেন, ওসমানীনগর উপজেলার ইউএনও (৪০), উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ (৩৮), তাজপুর মোল্লাপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী (৮০) ও উক্ত প্রবাসীর স্ত্রী (৭০) এবং তাজপুরের বাসিন্দা এক যুবক (৩৫)।
এ নিয়ে ওসমানীনগরে মোট ৭৪ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ৪৬ জন। বাকিরা হোম আইসোলেশসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ইউডি/এনপি-১৫