মৌলভীবাজার প্রতিনিধি
আগস্ট ০৫, ২০২০
০১:৫৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৫, ২০২০
০১:৫৯ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজারে। আর এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ১৩ জন।
সর্বশেষ আজ মঙ্গলবার (৪ আগস্ট) মৌলভীবাজার জেলার আরও ৯ জনের করোনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। ফলে গত ৪ মাসে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১ হাজারে।
তথ্যটি নিশ্চিত করে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ জানান, জেলায় মোট শনাক্ত ১ হাজার জনের মধ্যে সদরের ৪১৯ (২৫০ শয্যা হাসপাতালসহ) জন, রাজনগরের ৭২ জন, কুলাউড়ার ১৪০ জন, বড়লেখার ৭৮ জন, কমলগঞ্জের ৯৭ জন, শ্রীমঙ্গলের ১০৩ জন ও জুড়ীর ৯১ জন রয়েছেন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠছেন ৫৮৩ জন।
এসএইচ/আরআর-০৮