কুলাউড়ায় বজ্রপাতে নিহতদের পরিবারে সহায়তা

কুলাউড়া প্রতিনিধি


আগস্ট ০৭, ২০২০
১০:০৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২০
১০:০৫ অপরাহ্ন



কুলাউড়ায় বজ্রপাতে নিহতদের পরিবারে সহায়তা

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে হাকালুকি হাওরে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বজ্রপাতে নিহত শিশুসহ ২ জনের পরিবারকে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের রফিক মিয়ার দুই শিশুপুত্র ফাহিম (১২) ও ইব্রাহিম (৮) এবং বড়গাঁও গ্রামের হরি মালাকার (৫৫) পার্শ্ববর্তী হাকালুকি হাওরে গিয়ে মাছ শিকার করছিলেন। বিকেলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফাহিম ও হরি মালাকারের মৃত্যু হয়। বজ্রপাতে গুরুতর আহত হয় শিশু ইব্রাহিম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, দুটি পরিবার খুবই অসহায়। তাই তাৎক্ষণিকভাবে পরিষদের পক্ষ থেকে এক বস্তা চাল ও ৫ কেজি ডাল সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ‘বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। উভয় পরিবারের খোঁজখবর নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে।’

জেএইচ/এনপি-০৯