সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বড়লেখার ওসি

বড়লেখা প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২০
০৮:৩১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২০
০৮:৩১ অপরাহ্ন



সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বড়লেখার ওসি

মৌলভীবাজারের বড়লেখায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন বড়লেখা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর সরদার।

তিনি বলেছেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শুধু পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ দমন করা সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা খুবই প্রয়োজন।

আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে বড়লেখায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বড়লেখা থানার এসআই প্রভাকর রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, সাংবাদিক রুয়েল কামাল, খলিলুর রহমান, এ.জে লাভলু, এসআই সুব্রত কুমার দাস প্রমুখ। 

 

এজে/আরআর-০৩