মৌলভীবাজারে আওয়ামী লীগের বৃক্ষরোপণ

মৌলভীবাজার প্রতিনিধি‌


আগস্ট ১০, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন



মৌলভীবাজারে আওয়ামী লীগের বৃক্ষরোপণ

'গাছ লাগান পরিবেশ বাঁচান, মুজিববর্ষের আহ্বানে ৩টি করে গাছ লাগান'- এই স্লোগান নিয়ে মৌলভীবাজারে বৃক্ষের চারারোপণ করেছে সদর উপজেলা আওয়ামী লীগ।

আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে মোস্তফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জগৎসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব চারা লাগানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার, ভিপি সুয়েব, সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় ২ হাজার ৬শ বৃক্ষের চারারোপণ করা হবে।

 

এসএইচ/আরআর-০৮