জুড়ীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, জুড়ী


আগস্ট ১২, ২০২০
০৮:৫৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২০
০৮:৫৭ অপরাহ্ন



জুড়ীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অভিযোগে মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরের এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে কামিনীগঞ্জ বাজারের গফুর কমপ্লেক্সের ব্যবসায়ী মো. মহিউদ্দিনের দোকান থেকে ২ হাজার ৫শ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে তাকে এই অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৫ (১) বিধি অনুযায়ী মো. মহিউদ্দিনকে ওই অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, যেসব পলিথিন মহিউদ্দিন মজুদ রেখেছেন তা নিষিদ্ধ। এ ধরণের পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। বিধি লঙ্ঘনের কারণে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে দণ্ডিত অর্থ আদায় করেছি।

 

এইচআই/আরআর-০৭