করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি


আগস্ট ১৩, ২০২০
০১:২৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৩, ২০২০
০১:৩২ পূর্বাহ্ন



করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা দীপংকর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় পরিবেশমন্ত্রী গতকাল মঙ্গলবার আইইডিসিআর-এ পরীক্ষার জন্য নমুনা দেন। আজ বুধবার দুপুরে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হচ্ছেন। মন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, মন্ত্রী উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের সমস্যায় ভুগছিলেন। তবে তাঁর শারীরিক অবস্থা এখন ভালো আছে।

 

এজে/আরআর-০৯