শোক দিবসে করোনা আক্রান্ত ও অসহায়দের খাবার দিলেন জাকের

মৌলভীবাজার প্রতিনিধি


আগস্ট ১৭, ২০২০
০৩:১৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২০
০৩:১৮ পূর্বাহ্ন



শোক দিবসে করোনা আক্রান্ত ও অসহায়দের খাবার দিলেন জাকের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা আক্রান্ত ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)। 

রবিবার (১৬ আগষ্ট) দুপুরে ব্যক্তিগত পক্ষ থেকে করোনা আইসোলেশন সেন্টার এবং জেলা শহরের ছিন্নমূল পথশিশু এবং অসহায় মানুষদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করেন তিনি।

জাকের বলেন, জাতির পিতা আজীবন অসহায় ও নিপীড়িত মানুষের জন্য কাজ করেছেন। ১৫ ই আগস্ট আমাদের জাতীয় জীবনে এক শোকের দিন তাই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় আমার এই আয়োজন। আমি বিশ্বাস করি অসহায় মানুষ খাবার পেয়ে যে খুশি হয়েছে এবং দোয়া করেছে তা বঙ্গবন্ধুর আত্মার শান্তি বয়ে আনবে।

করোনা শুরুর প্রথম থেকেই ছাত্রনেতা জাকের অসংখ্য মানুষকে নগদ টাকা ও বাসায় বাসায় খাবার পৌঁছে দিয়েছেন এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।

এসএইচ/বিএ-০৩