কুলাউড়া প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২০
১০:৫১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২০
১০:৫১ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজুর রহমান।
সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৩ টার সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা তন্ময়।
করোনা উপসর্গ থাকায় গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজিজুর রহমানকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
আজিজুর রহমান গণপরিষদের সদস্য, সাংসদ ও বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য ছিলেন। এ বছর তিনি স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।
জেএইচজে/বিএ-০৫