বড়লেখা প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২০
১১:৩২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২০
১২:৩৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় ২৪৫ পিস ইয়াবাসহ জুয়েল আহমদ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। জুয়েল উপজেলার মধ্য ডিমাই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ বাজার এলাকা থেকে ইয়াবা বিক্রিকালে তাকে আটক করা হয়।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন ইয়াবাসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বলেন, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ইয়াবা বিক্রিকালে জুয়েলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এজে/আরআর-০৩