খাশুগজি হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমাল আদালত

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৮, ২০২০
০৪:৪৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০৪:৪৫ পূর্বাহ্ন



খাশুগজি হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমাল আদালত

সৌদি সাংবাদিক জামাল খাশুগজি হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়া ৫ জনের সাজা কমিয়ে ২০ বছরের জেল দিয়েছে সৌদি আরবের আদালত।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে একথা জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সরকারি কৌঁসুলিরা বলেছেন, সাংবাদিক খাশুগজির পরিবার মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ক্ষমা করে দেওয়ায় তাদের সাজা কমানো হয়েছে।

বাকী যে তিনজনের ৭ থেকে ১০ বছরের জেল হয়েছিল তাদের সাজা বহাল রাখা হয়েছে। এই ৮ জনের নাম-পরিচয় জানানো হয়নি।

খাশুগজি হত্যাকাণ্ডে গতবছর ডিসেম্বরে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়। কারাদণ্ড হয়েছিল তিনজনের। তবে তাদের পরিচায় প্রকাশ না করায় আসল অপরাধীরা সাজা পাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

এরপর এ বছর ২২ মে খাশুগজির ছেলেরা তাদের বাবার খুনিদেরকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেয়।

নিহত সৌদি সাংবাদিকের ছেলে সালাহ খাশুগজি টুইটারে বলেন, আমরা শহীদ জামাল খাশুগজির ছেলেরা ঘোষণা করছি, যারা আমাদের বাবার হত্যাকারী, আমরা তাদের ক্ষমা ও মার্জনা করছি।

এরপরই সৌদি আদালত এবার মৃত্যুদন্ডপ্রাপ্তদের সাজা কমানোর রায় জানাল।

এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামাল খাশুগজি পরবর্তীতে দেশটির শাসনকাঠামো ও শাসকদের তীব্র সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছিলেন।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতর তাকে হত্যার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়।

রিয়াদ থেকে আসা ১৫ গুপ্তচর ওয়াশিংটন পোস্টের কলাম লেখককে হত্যার পর তার লাশ গুমে জড়িত ছিল বলে সেসময় আঙ্কারা দাবি করেছিল।

সৌদি আরবের কৌঁসুলিরা পরে এ ঘটনায় ১১ জনকে অভিযুক্ত করেন। তাদেরই বিচারে ৫ জনকে মৃত্যুদণ্ড, তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং বাকিরা ছাড়া পেয়েছিলেন।

বিএ-১০