ধর্ষণের শেষপর্ব

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৫, ২০২০
০৫:০৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২০
০৫:০৬ অপরাহ্ন



ধর্ষণের শেষপর্ব

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা দল,মত নির্বিশেষে দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। সারাদেশে চলছে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ। তবে তাতে থেমে নেই ধর্ষণ, নারী নির্যাতন। এসব ঘটনা আলোড়িত করেছে দেশের খ্যাতিমান কবি, প্রেম ও দ্রোহের কবি নির্মলেন্দু গুণকে। আজ সোমবার (৫ অক্টোবর) বেলা দেড়টার দিকে তিনি নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ধর্ষকদের ক্রসফায়ারের দাবি তুলেছেন।

একের পর এক ধর্ষণের সংবাদ আর সইতে না পেরে দেওয়া কবির ফেসবুক স্ট্যাটাস সিলেট মিরর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

ধর্ষণের শেষপর্ব

♦♦

ধর্ষণের বিরুদ্ধে এইবার মানুষ যেভাবে সোচ্চার হয়েছে, তেমনটি পূর্বে কখনও হয়নি।

জাতি এখন ক্রস-ফায়ারের অপেক্ষায় আছে। মনে হচ্ছে, ধর্ষণকে "না" ও ক্রস-ফায়ারকে "হ্যাঁ" বলার জন্য বাংলাদেশ এখন সম্পূর্ণ প্রস্তুত।

মাদকবিরোধী অভিযানে যদি শত শত ক্রস-ফায়ার চলতে পারে, ধর্ষণবিরোধী অভিযানে কেন নয়?

আমরা ধর্ষণের শেষ দেখতে চাই। অনেক সয়েছি, আর নয়।’

 

এএফ/০৪