নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৭, ২০২০
০৫:১৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০৪:১১ অপরাহ্ন
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল নির্ধারণ না করেই রিপোর্ট প্রদান করায় বিপাকে পড়েছেন সিলেটের বিদেশযাত্রীরা। এ অবস্থায় অনিশ্চয়তায় পড়া ৫৮ জনের নমুনা পুনরায় সংগ্রহ করা হচ্ছে। কিন্তু যথাসময়ে তারা সঠিক প্রতিবেদন পাবেন কিনা তা নিয়ে সংশয় থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বিদেশযাত্রীরা।
কী কারণে প্রবাসীদের নমুনা পরীক্ষার রিপোর্ট ‘অনির্ধারিত’ হলো- এ সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না সিভিল সার্জনের কার্যালয় এবং ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ‘সমস্যা নমুনা সংগ্রহেও হতে পারে’। আর সিভিল সার্জন কার্যালয় বলছে আট মাস ধরে নমুনা সংগ্রহ হলেও আগে কখনও এরকম সমস্যা হয়নি।
সিভিল সার্জন ও ওসমানী মেডিকেল কলেজ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে বিদেশযাত্রীদের নমুনা পরীক্ষায় ৩৯ জনের ফলাফলে ‘ওহফবঃবৎসরহধঃব’ বা অনির্ধারিত লেখা হয়। ফলাফলে ‘ওহফবঃবৎসরহধঃব’ লিখেই গতকাল মঙ্গলবার ৩৯ জন বিদেশযাত্রীকে প্রতিবেদন দেওয়া হয়েছে। এর আগে গত সোমবার ১৩ জনের এবং গত রবিবার ৬ জনের রিপোর্টে ‘ওহফবঃবৎসরহধঃব’ লেখা হয়। ফলাফল নিয়ে জটিলতায় পড়া বিদেশগামীদের ফ্লাইট আগামীকাল বৃহস্পতিবার। সঠিক সময়ে রিপোর্ট না পেলে তাদের বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে যেতে পারে।
সিভিল সার্জন ও ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত নয়টা থেকে ‘অনিশ্চিত’ রিপোর্ট আসাদের নমুনা আবারও নেওয়া হচ্ছে। বুধবার সকালে তাদের রিপোর্ট দেওয়া হবে।
গত সোমবার বিকেলে যুক্তরাজ্য প্রবাসী আকমাম ইসলাম চৌধুরী জানান, ঢাকা থেকে বৃহস্পতিবার ভোরে তার ফ্লাইট, কিন্তু মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল অনিশ্চিত এসেছে। ইতোমধ্যে তিনি বিদেশযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন। কিন্তু রিপোর্ট ভুল আসায় এখন সবকিছু অনিশ্চিত। ফ্লাইট মিস হলে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। এখন কী করণীয়, তা জানতে সিভিল সার্জন কার্যালয় এবং ওসমানী মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ নিশ্চিত করে কিছু জানাতে পারছেন না বলেও জানান তিনি।
বিদেশগামীরা জানিয়েছেন, আবার পরীক্ষার প্রয়োজন হলে মঙ্গলবার রাতের মধ্যেই নমুনা সংগ্রহ করে বুধবার দুপুরের মধ্যে সঠিক রিপোর্ট দিলে অনেকেরই ফ্লাইট মিস হবে না।।
এসব বিষয়ে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মÐল বলেন, ‘আমাদের স্বাস্থ্যকর্মীরা আট মাস ধরে নমুনা সংগ্রহ করছেন। অথচ তাতে কখনও ভুল হয়নি। ১২ থেকে ১৪ হাজারের মত বিদেশযাত্রীর নমুনা আমরা সংগ্রহ করেছি। কখনও ভুল হয়নি। গত তিন দিন ধরে এই ভুল রিপোর্ট আসছে। নমুনা সংগ্রহে ভুল হলে আগেও রিপোর্ট ভুল আসত। এখন কী কারণে এটা ঘটছে আমরা এখনও বলতে পারছি না। মঙ্গলবার মেডিকেল কলেজের একজন অধ্যক্ষ আমাদের নমুনা সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি অবগত করেছি।’
সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক বলেন, ‘আমাদের ল্যাবে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। কখনও এরকম সমস্যা হয়নি। সমস্যা নমুনা সংগ্রহেও হতে পারে, যন্ত্রেরও হতে পারে। আমরা ইতোমধ্যে ল্যাব সংশ্লিষ্টদের সমস্যা বের করতে নির্দেশ দিয়েছি।’
রাত সাড়ে দশটায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেট মিররকে বলেন, ‘অনিশ্চিত রিপোর্ট আসা বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। বুধবার (আজ) সকালে তাদের রিপোর্ট দেওয়া হবে।’ শুধুমাত্র সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো নমুনাতেই এ ধরনের সমস্যা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই থেকে নির্ধারিত বুথে নমুনা সংগ্রহ করে সিলেট বিভাগের বিদেশগামীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে। এখন পর্যন্ত প্রায় ১২ হাজার বিদেশযাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিএ-০৪