সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫
০২:৪৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২৫
০২:৫৮ অপরাহ্ন
আগামী এক মাসের মধ্যে যদি চা শ্রমিকদের বকেয়া বেতন দিতে ব্যর্থ হন সিলেট জেলা প্রশাসক, তাহলে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং এর নেতা শিব্বির আহমদ।
শুক্রবার (১৮ এপ্রিল) চা শ্রমিকদের সঙ্গে এনসিপির শ্রমিক উইংয়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিব্বির আহমদ বলেন, ‘টাকার অভাবে চা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।’ এসময় তিনি তাদের জীবনযাপন দেখে আসারও আহবান জানান।
এনসিপি সিলেটে জেলার নেতা সংগঠক ফয়সাল আহমদের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইং সিলেটের যুগ্ম সমন্বয়কারী সৈয়দ মো. সোহরাব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান আকন্দ, কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রকৌশলী জীবন হাওলাদার, লুকমান আহমদ হুদয়, মুঈনুদ্দিন উদ্দিন আহমদ, সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগঠক মাহবুব রহমান, সজল আহমদ, বৈষম্যবিরোধী আবু সাঈদ শেখ জামাল। চা শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখছেন ধরণী দাস, কুমারী মুখার্জি মুকন্দ দাস প্রমুখ।
মুকন্দ দাস তার বক্তব্যে বলেন, ‘তাঁরা বিগত কয়েক মাস থেকে বেতন ভাতা কিছু পাচ্ছেন না , এবং শিক্ষা চিকিৎসা সবখানে মানবতার জীবনযাপন করছেন তাদের জীবন যাত্রার মান অনেক বেশি কষ্টকর , জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রমিক উইং এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকবে এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করার চেষ্টা করবেন।’
এএফ/০১