‘শিশুদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২১, ২০২০
০৭:৫১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২০
০৭:৫১ পূর্বাহ্ন



‘শিশুদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’
গার্লস টেকওভার উদযাপন

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে সিলেটে গার্লস টেকওভার উদযাপন করা হয়েছে। ‘মেয়ে আমি সমানে সমান অনলাইন স্বাধীনতায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকাল ১১টা থেকে ১ ঘণ্টার জন্য নগরের জেল রোডে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ পরিচালক কার্যালয়ে গার্লস টেকওভার উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে ১ ঘণ্টার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ন্যাশনাল চিলড্রেন টাস্কর্ফোসের-এনসিটিএফ চা-বাগান কমিটির সভাপতি স্বপ্না গোয়ালা। প্লান ইন্টারন্যাশনাল সহযোগিতায় রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও) আয়োজিত অনুষ্ঠানে উপ-পরিচালক শাহিনা আক্তার এক ঘণ্টার জন্য সকল কার্যক্রম ও দায়িত্ব হস্তান্তর করেন এনসিটিএফ চা-বাগান কমিটির সভাপতি স্বপ্না গোয়ালার কাছে।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার বলেন, ‘জীবনে বড় হতে হলে শিশুদের নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এই আয়োজনের মাধ্যমে শিশুদের মনে যে আকাক্সক্ষার সৃষ্টি হয়েছে, তার মধ্যে দিয়ে তারা নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারবে বলে আমি মনে করি।’ তিনি জানান, পিছিয়ে পড়া চা শ্রমিক জনগোষ্ঠীদের মানোন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। আরডব্লিউডিও তাঁদের একটি।

১ ঘণ্টার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের দায়িত্ব পেয়ে স্বপ্না গোয়ালা বলেন, ‘এমন একটি দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে তৈরি করে তুলব।’ আর. ডব্লিউ. ডি. ও ওয়াই মুভস প্রকল্পের কর্মকর্তা জাহিদুল ইসলাম রশিদের পরিচালনায় এ সময় বক্তব্য দেন, এনসিটিএফ কার্যনিবাহী কমিটির সদস্য জেনি মুদি, প্রীতি, কাজল, দিবস, দূর্জয়, সংগীতা, অষ্টমনি, ইমু, রবি, সাগর ও এনসিটিএফ ভলান্টিয়ার ইমন দাস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরসি-০১