একগুচ্ছ কবিতা ।। হেলাল উদদীন রানা

হেলাল উদদীন রানা


এপ্রিল ২১, ২০২৫
০৩:১৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২৫
০৪:০৭ পূর্বাহ্ন



একগুচ্ছ কবিতা ।। হেলাল উদদীন রানা





পরিযায়ী প্রেম

এ্যারো-মেক্সিকোর ফ্লাইট দিয়েছে উড়াল!

নিউজার্সির আকাশে জমছে বিন্দু বিন্দু মেঘ

অন্ধকার মাটিতে পুঁতে চলেছে তাঁবুর তিলক

এ্যারোবালা সেরিনার কনিষ্ঠা ছুঁয়ে নামছে রাতের মদিরা

আমরা পাড়ি দিচ্ছি গালফ অব মেস্কিকো

ঠিক নিচে ডাকছে মায়ামির ক্ষয়িষ্ণু চাঁদ

ঝাউয়ের আড়ালে ...


কোষ্ট লাইনে দাঁড়িয়ে মাতাল আটলান্টিক সিটি, শিস দিয়ে যায় ক্যাসিনো রাত

দূরে জেগে উঠছে নিউইয়র্ক

অপসৃয়মান শার্লট ক্রমশ তলিয়ে যাচ্ছে সমুদ্রে

পেছনে বিলীন ইনকা, তিতোয়া ও মায়াদের বাড়ি


বোয়িং বিমান যেনো পরিযায়ী নিঃসঙ্গ রাজহাঁস

আটত্রিশ হাজার ফিট উচ্চতায়

পাড়ি দিচ্ছে মেঘ এ্যভিন্যু


তুমি চুলোয় চড়িয়েছো আমিষের তরকারী মুসুরের ডাল

আমার চনমন করে উঠছে ক্ষুধা

ভাবছি,তোমার জন্য কী নিই;

বুকের বোতাম খোলা একমুঠো ভোরের বাতাস

একমাথা বৃষ্টি, নাকি

পলায়নপর ফাল্গুনের প্রেম!


কাপের কোলাজে মার্বেলমুখ  

চায়ে চুমুক দিলে ভাল হয়ে যায় মন 

মেয়েটির মার্বেলমুখ কাঁপে প্রতিবিম্বে 

নিবিষ্ট মনে সে কুঁড়িতে ভরছে ঝুড়ি 

শাখা থেকে পাতার ব্যবচ্ছেদ দেখি 

কী এক শিল্পের রঙ,যেন-বা কবিতা 


এককাপ চায়ে তাই তোমাকেই পাই

তুমি জানো এই চা-ই দাওয়াই,তাই- 

পুরাটা লেপ্টে থাকে অনামিকার ছোঁয়া

ধোঁয়ার ভেতর উড়ে চেনা বুনো ঘ্রাণ 

কাপের কোলাজ ডাকে কাছে আয়


মন খারাপের বেলা যেমন তুমি ডাক 

এককাপ চা করে দিই,আসো- 

নির্জনে বারান্দায় বসি কিছুটা সময় 

মুখোমুখী,আমার ছোঁয়ার নাগালে 


তারপর বাতাস উড়ায় এসে চুল.. 

আমি ভাবি ভুল,সব কেবলই ভুল!



বিকেল বিলাস

গিটারে চলেনা আঙুল সুরও হারিয়ে যায় দূর

প্রেম কি পুরোনো হয় দিনে দিনে ধুলো জমে তারে 

বিলাপে বিকেল গড়ালে গোমটায় সন্ধ্যা আসে 

ধীরে,সুলেখা বন্ধ করে চিরচেনা মনের দুয়ার 

 

নাকি খুলে দেয় খিড়কি,বাতাস চাইতো তারও 


বর্ষার সন্ধে আনে মেঘের আকাশ ভরতি জল 

জানি সুলেখার নয়ন মানেনা আর এমন প্লাবণ 

দুই নদী দুই দিকে চলে যায় সুরমা-কুশিয়ারা 

বরাক রাখে না খোঁজ ভাগ হয়ে যায় দুই দেশও

বুকভাঙা সুলেখা জানে সব,দুইপারে ধ্বসের খবর