সিলেটে হচ্ছে অর্ফানেজ ভিলেজ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২২, ২০২০
০৫:০৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২০
০৫:০৬ পূর্বাহ্ন



সিলেটে হচ্ছে অর্ফানেজ ভিলেজ
ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগ

এতিমদের জন্য সিলেটে ‘অর্ফানেজ ভিলেজ’ নামে গঠিত হচ্ছে আলাদা একটি পল্লী। ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের ছালিয়া গ্রামে হচ্ছে এই অর্ফানেজ ভিলেজ। বুধবার সকালে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমনে।

উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সরকারের মূল্য লক্ষ হচ্ছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করছেন। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে অনেক সংগঠন নিজ উদ্যোগে এগিয়ে এসেছে। একটি দরিদ্র পরিবারকে ভিক্ষে না দিয়ে অর্থ উপার্জনের একটি মাধ্যম করে দিলে সেই পরিবার স্বাবলম্বী হতে পারে। এরই ধারাবাহিকতায় সিলেট সদর উপজেলার খাদিমনগরের ছালিয়া গ্রামে অর্ফানেজ ভিলেজ নির্মাণ একটি মহতী উদ্যোগ। এরপর মন্ত্রী অর্ফানেজ ভিলেজের একটি মসজিদ ও একটি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন, ক্যাপ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সামাদ, সিইও আব্দুল নূর হুমায়ূন, লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার মঈনুল ইসলাম, মেন্টাল হেল্প প্রজেক্টের হেড পলি ইসলাম, অ্যাডভাইজার অ্যাম্বাসেডর শেখ কাউছার আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. দেলওয়ার হোসেন, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, মেম্বার দিলোয়ার হোসেন দিলু, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি মো. ইকলাল আহমদ, প্রজেক্ট ভিডিওগ্রাফার আব্দুল মতিন (মেট), ব্যবসায়ী আজির উদ্দিন, চ্যানেল এস এর প্রতিনিধি মঈন উদ্দিন মঞ্জু, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সদস্য আবুল কালাম আজাদ, ছালিয়া চেতনা সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলেক আহমদ প্রমুখ।

বিএ-০৪