নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২০
০৪:০৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৪:০৫ পূর্বাহ্ন
শরতের আকাশজুড়ে নীলের আধিক্য ঢেকে সাদা মেঘের ছড়াছড়ি। তীব্র দাবদাহ শেষে অতঃপর সিলেটের আকাশে ঝরেছে বৃষ্টি। টানা তিনদিন ধরে দেখা মিলছে না সূর্যের। ২১ অক্টোবর হয়েছে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের মতে আজ শনিবারও (২৪ আগস্ট) অব্যাহত থাকবে বৃষ্টি। আগামীকাল রবিবার নাগাদ স্বাভাবিক হতে পারে প্রকৃতি।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সন্ধ্যায় উপকূল অতিক্রম করেছে। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রমরত নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় স্থল নিম্নচাপ আকারে ফরিদপুর-মাদারীপুর অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।
সিলেট আবহাওয়া কার্যালয়ের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘সাগরে নিম্নচাপের কারণে সারাদেশব্যাপী বৃষ্টিপাত হচ্ছে। এটা আগামীকাল রবিবার নাগাদ স্বাভাবিক হতে পারে। শনিবারও বৃষ্টি হবে, তবে পরিমাণ কম থাকবে। বিকেল নাগাদ সূর্যের দেখা মিলতে পারে।’
তিনি আরও বলেন, ‘সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ছিল কম। যদিও গত পরশু রাতে সিলেটে ৯৪ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপটি ইতোমধ্যে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করেছে। একইসঙ্গে বৃষ্টিপাতের কারণে নিম্নচাপটি দুর্বল হয়েছে।’
বিএ-০১