মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৪, ২০২০
০৪:১৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৪:১৫ পূর্বাহ্ন



মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সিলেটের বিভিন্ন মণ্ডপে শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। শুরুতে বিশেষ রীতি মেনে স্নান করানো হয় মা দুর্গাকে। 

সপ্তমীতে ছোট কলাগাছের সঙ্গে আরও ৮টি গাছের পাতা বেঁধে স্নান করানো হয়। এগুলির মধ্যে কলাগাছটিই স্পষ্ট ভাবে দেখা যায় বলে এই নিয়মকে অনেকে কলাবউ স্নানও বলেন। ৯টি গাছের পাতা শক্তির ৯টি রূপকে তুলে ধরেন ব্রহ্মাণী (কলা), কালিকা (কচু), দুর্গা (হলুদ), কার্ত্তিকী (জয়ন্তী), শিব (কৎবেল), রক্তদন্তিকা (বেদানা), শোকরহিতা (অশোক), চামুণ্ড (ঘটকচু) ও লক্ষী (ধান)। সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নানের জন্য নদী বা জলাশয়ে নিয়ে যাওয়া হয়। এর পর লাল পাড় সাদা শাড়িতে মুড়িয়ে সেটিকে গণেশের পাশে প্রতিস্থাপিত করা হয়।

এরপর ত্রিনয়না দেবীর তৃতীয় চক্ষুদান করা হয়। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। শেষে ভক্তরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। সপ্তমী পূজায় করোনা মহামারী থেকে মুক্তির জন্য মায়ের কাছে বিশেষ প্রার্থনা করা হয়। 

আজ শনিবার মহাঅষ্টমী। মহাঅষ্টমীর অন্যতম অনুষঙ্গ কুমারী পুজা। কিন্তু করোনা মহামারীর কারণে এবার কুমারী পূজা হচ্ছে না। মহাঅষ্টমীর আরেক অনুষঙ্ক সন্ধিপুজা। অষ্টমীর সমাপ্তি ও নবমীর সূচনার সন্ধিক্ষণে সন্ধিপুজা করা হয়। এই সময় দুর্গা চামুণ্ড রূপ ধারণ করেন। ১০৮টি প্রদীপ প্রজ্জ্বলিত করা হয়। মহাঅষ্টমী এবং নবমীতেও ভক্তরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন।  

সিলেট জেলায় এবার ৫৮৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনাভাইরাসের মহামারীর কারণে স্বাস্থবিধি মেনে এবার পূজা আয়োজন করা হয়েছে। পুলিশের নির্দেশনা অনুযায়ী রাত ৯টার মধ্যে বন্ধ করা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। অন্যবারের মতো এবার জাকজমক আলোকসজ্জা নেই। প্রসাদও বিতরণ করা হচ্ছে না। প্রতিমা বিসর্জনের দিন হবে না শোভাযাত্রাও।

বিএ-০২