বন্দর ফাঁড়ির সামনে অনশনে রায়হানের মা

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৫, ২০২০
১২:২৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৫, ২০২০
০৫:২৪ অপরাহ্ন



বন্দর ফাঁড়ির সামনে অনশনে রায়হানের মা

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বহিষ্কৃত এস আই আকবকে দ্রুত গ্রেপ্তার ও পুলিশ হেফাজতে থাকা অন্য পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবিতে অনশনে বসেছেন নিহত রায়হানের মা ও তার পরিবার। আজ রবিবার (২৫ অক্টোবর)  সকালে ১১ টার দিকে নগরের বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশনে বসেন তারা৷ 

অনশনে বসা রায়হানের মা বলেন, 'আজ ১৫ দিন হয়ে গেল মূল অভিযুক্ত আকবরকে এখনো কেন গ্রেপ্তার করা গেল না। সাধারণ আসামি হলে পুলিশ দ্রুতই গ্রেপ্তার করে, কিন্তু  আকবরকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না।  এছাড়া যেসব পুলিশ সদস্য বরখাস্ত হয়েছে তাদের সবাইকে কেন এখনো গ্রেপ্তার দেখানো হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত এই হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে না ততক্ষণ আমাদের এই অনশন চলবে।' 

অনশনে রায়হানের মামা, ভাই, বন্ধু এবং পরিবারের সদস্যরা অংশ নিয়েছে।

এনএইচ/বিএ-০৯