সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৬, ২০২০
০৫:৪৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৬, ২০২০
০৫:৪৪ পূর্বাহ্ন
ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল শারদীয় দুর্গাপূজায় নবমী তিথিতে নগরের পূজা মন্ডপে পরিদর্শন করেন। গতকাল রবিবার সিলেট নগরের মির্জাজাঙ্গালে সনাতন যুব ফোরামের পূজামন্ডপে পরিদর্শনে যান তিনি।
মন্ডপে উপস্থিত হলে তাঁকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি অভ্যর্থনা জানান। এসময়ে তিনি মন্দিরে দেবী দুর্গাকে প্রণাম জানিয়ে পূজারীদের সঙ্গে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সনাতন যুব ফোরাম সিলেট এর সভাপতি মিহির দেব, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কর্মকার সহ পূজা কমিটির সদস্যবৃন্দ। সনাতন যুব ফোরাম সিলেট এর পক্ষ থেকে তাঁকে স্ব-পরিবারে পূজা দেখতে আসায় কৃতজ্ঞতা জানানো হয়।
বিএ-০৩