ওসমানীনগর প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে ও প্রবাসীদের সহযোগিতায় ১৩টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে উমরপুর বাজার এলাকাকে নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে। ইউনিয়নের বাসিন্দা লামা ইসবপুর গ্রামের লুদু মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও ব্যবসায়ী ড. সিরাজ আলীর অর্থায়নে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদসহ বাজারের গুরুত্বপূর্ণ স্থানে মোট ১৩টি সিসি ক্যামেরা, দু'টি মনিটর ও একটি আইপিএস স্থাপন করা হয়েছে।
বাজারে সিসিটিভি স্থাপনের মাধ্যমে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধের পাশাপাশি এলাকাটি হবে আরও সুরক্ষিত- এমনটিই প্রত্যাশা করছেন স্থানীয়রা।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) উমরপুর বাজারে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন উপলক্ষে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজন করা হয় এক সভার। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি শ্যামল বণিক।
ইউপি সচিব মারুতি নন্দন দামের পরিচালনায় সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বলেন, আলোকিত উমরপুর ইউনিয়ন গড়ার লক্ষ্যে নিরাপত্তা বেষ্টনির আওতায় নিয়ে আসার জন্য স্থানীয়দের সহযোগিতায় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রাথমিকভাবে ১৩টি সিসি ক্যামেরা, দু'টি মনিটর ও একটি আইপিএস মেশিন বসানো হলো। পরিষদের একটি কক্ষে কন্ট্রোল রুম রাখা হয়েছে। ওই কন্ট্রোল রুমের মাধ্যমে দিন-রাত ২৪ ঘণ্টা সিসি ক্যামেরাগুলো চালু থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাসহ অপরাধ দমন ও অপরাধীদের শনাক্তকরণে সিসি ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
বিশেষ অতিথির বক্তব্যে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, চেয়ারম্যানসহ যাদের অর্থায়নে আজ বাজারে সিসি ক্যামেরা স্থাপিত হয়েছে, তাদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মাধ্যমে বাজারে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটা কমে আসবে। এছাড়া কোনো অপরাধমূলক কাজ সংঘটিত হলেও অপরাধীদের শনাক্ত করতে সুবিধা হবে। এতে জনগণের পাশাপাশি পুলিশ প্রশাসনও উপকৃত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, উমরপুর বাজারে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে বাজারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে নিরাপত্তা বেষ্টনি অভাবনীয় সাফল্যসহ সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন সফল হবে।
সভায় অনান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নেয়ামত শরিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আহমদ ছইল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, সমাজসেবী আনহার আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার ও রুকন আহমদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উমরপুর বাজার পরিচালনাকারী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ইউডি/আরআর-১০