ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২০
১০:২৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২০
১১:৩৩ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে শহীদ রশিদ আলী বীরপ্রতীকের সন্তান মাহমুদুল হাসান শিলুকে আর্থিক সহায়তা প্রদান করেছে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মাধ্যমে চেক হস্তান্তর করা হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে চেক বিতরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ।
প্রেসক্লাবের সিনিয়র সদস্য দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন, ব্যবসায়ী জালাল উদ্দিন, সমাজকর্মী আবুল খায়ের, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের দপ্তর সম্পাদক কামাল আহমদ, সমাজকর্মী মিজানুর রহমান বাবেল ও প্রেসক্লাবের সদস্য বদরুল আমিন। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য রুমেল আলী।
সভা শেষে শহীদ রশিদ আলী বীরপ্রতীকের সন্তান মাহমুদুল হাসান শিলুর হাতে চেক তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, যুক্তরাজ্যে বসবাসরত ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সেবা ও সহযোগিতা দিয়ে যাচ্ছে সংগঠনটি।
এসএ/বিএন/আরআর-০২