সিলেটে বস্তাভর্তি মাদক উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২০, ২০২৬
০৩:০২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২০, ২০২৬
০৩:০২ অপরাহ্ন



সিলেটে বস্তাভর্তি মাদক উদ্ধার

সিলেটে বস্তাভর্তি মাদক উদ্ধার


সিলেটের কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের জীবনপুর শিবমন্দির এলাকায় র‌্যাবের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদা রংয়ের একটি প্লাস্টিকের বস্তা থেকে বিদেশী মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব।

তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‌্যাব। উদ্ধারকৃত মদ  ও ফেন্সিডিল কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তার হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছে র‌্যাব। 

র‌্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশী মদ ও ফেন্সিডিলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুজে বের করার জন্য র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জিসি / ০৪