জগন্নাথপুরে তরুণীকে 'ধর্ষণ', মামলা দায়ের

জগন্নাথপুর প্রতিনিধি


অক্টোবর ২৯, ২০২০
০৯:৪৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০৯:৪৬ অপরাহ্ন



জগন্নাথপুরে তরুণীকে 'ধর্ষণ', মামলা দায়ের

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক তরুণীকে জোরপূর্বক একটি বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন। আদালত আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মামলা গ্রহণ করে জগন্নাথপুর থানার পুলিশকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। 

পুলিশ, এলাকাবাসী ও মামলার বিবরণ সূত্র জানায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের সুনু মিয়ার বখাটে ছেলে মিরজু মিয়া (৩৮) গত ২৪ অক্টোবর ওই তরুণীকে (১৬) সড়ক থেকে তুলে নিয়ে তার বাড়িতে জোরপূর্বক আটকে রেখে রাতভর ধর্ষণ করে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতে মামলা দায়ের করেন।

তরুণীর মা বলেন, 'আমার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল বখাটে মিরজু মিয়া। বিষয়টি আমি তার বড়ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিকে অবহিত করলে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় গ্রামের ভেতরের দোকান থেকে মালামাল ক্রয় করতে যায় আমার মেয়ে। সেখান থেকে বাড়ি ফেরার পথে ওই বখাটে আমার মেয়ের মুখে কাপড় বেঁধে তার বাড়িতে নিয়ে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি আমি জানার পর জগন্নাথপুর থানার পুলিশকে অবগত করলে পুলিশ তদন্তে নামে। পরে আমি আদালতে গিয়ে মামলা দায়ের করি।'

একই গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান বলেন, 'ধর্ষণের ঘটনাটি আমরা শুনেছি। ওই যুবক এলাকায় খারাপ চরিত্রের হিসেবে পরিচিত। এর আগেও এসব অভিযোগে ১২ বছর জেল খেটেছে সে।'

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েত বলেন, 'ঘটনাটি জানার পর তদন্ত শুরু করি। এলাকাবাসী জানিয়েছেন অভিযুক্ত যুবক খারাপ লোক। অভিযোগকারীরা থানায় এজাহার না দিয়ে আদালতে গিয়ে মামলা দায়ের করেছেন বলে শুনেছি।'

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, 'আদালতের আদেশ পেলে তদন্তপূর্বক আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।'

 

এএ/আরআর-১১