‘সাংস্কৃতিক বিপ্লবই পারে অন্ধকার মুছে দিতে’

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ৩০, ২০২০
০৩:২৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২০
০৩:২৯ পূর্বাহ্ন



‘সাংস্কৃতিক বিপ্লবই পারে অন্ধকার মুছে দিতে’
উদীচীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উদীচীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘সাংস্কৃতিক বিপ্লবই পারে সমাজ থেকে অন্ধকার মুছে দিতে এবং মানুষের মানবিক ও সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করতে।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের কিনব্রিজ এলাকায় সুরমার নদীর পাড়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বক্তারা বলেন, ‘চলমান ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড়ন, বিচারবহির্ভুত হত্যাসহ সকল ক্ষেত্রে সহিংসতা ও দুর্নীতি রুখে দিতে মানুষের জাগরণ খুবই জরুরি।’

প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের ¯েøাগান ‘দূর কর দুঃশাসন দুরাচার, জনতা জেগেছে যে দুর্বার’। উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী। বক্তব্য দেন, উদীচী সিলেটের সাবেক সভাপতি ও প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি এ কে শেরাম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন চৌধুরী সুমন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ। জাতীয় সংগীত দিয়ে বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক ইউনিয়ন সিলেট, উদীচী সিলেট, ব্যান্ডদল পেপার বোর্ড পাইরেটস্। একক সংগীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, রতন দেব, মিজানুর রহমান, প্রদ্যুৎ দাস ও আহমদ চৌধুরী মারজান।

বিএ-০৬