কর্মবিরতিতে সুনামগঞ্জের মাঠ প্রশাসনের দুই শতাধিক কর্মচারী

সুনামগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১৬, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন



কর্মবিরতিতে সুনামগঞ্জের মাঠ প্রশাসনের দুই শতাধিক কর্মচারী

সচিবালয়ের ন্যায় সারাদেশে মাঠ প্রশাসনে কর্মরত ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের পদ-পদবী ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে ১৫ দিনের কর্মবিরতি শুরু করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ মাঠ প্রশাসনে কর্মরত দুই শতাধিক কর্মচারী। এই দাবিতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন।

কর্মসূচিতে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কর্মচারীরাও অংশ নিয়েছেন। এদিকে প্রশাসনের কর্মচারীরা অফিস ছেড়ে দাবি আদায়ের আন্দোলনে চলে আসায় সেবা পাননি সাধারণ নাগরিকরা।

বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি সূত্রে জানা গেছে, রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় কর্মচারীরা অফিসে হাজিরা দিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মসূচিতে যুক্ত হন। পরে আর অফিসে যাননি তারা। বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি পরিচালিত হয়।

এদিকে কর্মচারীরা স্বাক্ষর করে অফিস থেকে বেরিয়ে যাওয়ায় বিপাকে পড়েন সেবাপ্রত্যাশী সাধারণ মানুষজন। কর্মচারীদের না পেয়ে অনেকেই ফিরে গেছেন। রবিবার পূর্বনির্ধারিত সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সভাতেও অংশ নেওয়া থেকে বিরত থাকেন কর্মচারীরা। সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে কর্মচারীরা কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে মাঠ প্রশাসনের জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ১৩-১৬ গ্রেডের প্রায় ২ শতাধিক কর্মচারী রয়েছেন। কর্মচারীরা দীর্ঘদিন ধরে সুপার, সিএ কাম ইউডিএ, ট্রেজারি হিসাবরক্ষক, উচ্চমান সহকারী পদ থেকে প্রশাসনিক কর্মকর্তা, স্টেনোগ্রাফার থেকে ব্যক্তিগত কর্মকর্তা, স্টেনো টাইপিস্ট থেকে সহকারী ব্যক্তিগত কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-পরিসংখ্যান সহকারী-রেকর্ড ক্লার্ক-সার্টিফিকেট সহকারি-একাউন্টেন্ট ক্লার্ক-টাইপিস্ট কপিস্ট থেকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য গত দুই দশক ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু একই যোগ্যতা নিয়ে সচিবালয়ের কর্মচারীরা নিয়মিত পদোন্নতি পাচ্ছেন। মাঠ প্রশাসনের কর্মচারীদের পদোন্নতি আটকে আছে। এই বৈষম্য নিরসনের দাবিতে টানা ১৫ দিন কর্মবিরতি পালন করে পরে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানান তারা।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি সুখেন্দু কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসনের হাজার হাজার কর্মচারী এ দাবি জানিয়ে আসছেন। কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। তাই আমরা টানা আন্দোলনে নেমেছি। দাবি মানা না হলে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা যেকোনো কর্মসূচিতে যাবো।

 

এসএস/আরআর-০৭