শ্রীমঙ্গল প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২০
১২:২৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
১২:২৭ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে সিলেট বিভাগে প্রথম টেষ্ট টিউব পদ্ধতিতে বেবি জন্মের উদ্যোগ হাতে নিয়েছে ‘দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টার’।
যেসব বন্ধ্যা নারী ও পুরুষ রয়েছেন সন্তান জন্ম দানে অক্ষম তাদের আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে স্বল্প খরচে আড়াই থেকে তিন লক্ষ টাকার ভিতরে এ পদ্ধতিতে টেষ্ট টিউব বেবি জন্ম করা যাবে।
এমনকি ভারতে গিয়ে বন্ধ্যাত্বের যে চিকিৎসা পাওয়া যায় সেই মানের চিকিৎসা এখন থেকে কম খরচে বাংলাদেশের শ্রীমঙ্গলে পাওয়া যাবে।
ডা.নিবাস চন্দ্র পাল এর তত্ত্বাবধানে প্রসূতি, স্ত্রীরোগ এবং বন্ধ্যাত্বের চিকিৎসায় সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে একটি বিশেষায়িত হাসপাতাল।
ডা. নিবাস চন্দ্র পাল জানান যদিও বাংলাদেশের মধ্যে ১০টি আইবিএফ সেন্টারের মধ্যে সিলেটে এটি একমাত্র প্রতিষ্ঠান ।
তিনি আরও জানান এখন আর ভারত গিয়ে ইনফারটিলিটি’র যে চিকিৎসা পাওয়া যেত তা এখন বাংলাদেশের শ্রীমঙ্গলেই সেই মানের চিকিৎসা পাওয়া সম্ভব ।
এরই মধ্যে দীপশিখাতে আইভিএফ ল্যাব এ সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগে আইভিএফ, আইসিএসআই, এমব্রয় ফ্রিজিং, স্পার্ম ফ্রিজিং, সিমেন ফ্রিজিং সহ টিসে, টিসা, পিসে, পিসা ইত্যাদি করা হচ্ছে । ইতিমধ্যে ৭জন এজোসপারমিক পুরুষের সিমেন এনালাইসিস করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল কলেজ রোডে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রেসব্রিফিং করেন দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টার এর প্রতিষ্ঠাতা ডা.নিবাস চন্দ্র পাল,তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান দীপশিখা ধর,বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী,ভারপ্রাপ্ত সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
জি কে/ বি এন-১২